• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

ইমরান খানের বাসভবন ভাড়া দিচ্ছে পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৫:০০ পিএম
ইমরান খানের বাসভবন ভাড়া দিচ্ছে পাকিস্তান

ইসলামাবাদে প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারি বাসভবন ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ভারতের বার্তা সংস্থা এএনআই এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ইমরানের বাসভবনটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফ ২০১৯ সালেই এই সিদ্ধান্ত জানায়।

তাই গত বছর আগস্ট মাসে সরকারি বাসভবন খালি করে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে সম্প্রতি পাকিস্তানের সামা টিভির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, আগের পরিকল্পনা বাতিল করেছে সরকার।

বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে বাসভবনের একটি অংশ সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করছে অর্থনৈতিক সংকটের কারণেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।

প্রধানমন্ত্রীর বাসভবনে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে দুটি কমিটিও গঠন করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!