• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

ইউরোপের বন্যায় মৃত্যু দেড়শ ছাড়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০৮:৫৬ পিএম
ইউরোপের বন্যায় মৃত্যু দেড়শ ছাড়াল

ভারী বর্ষণের কারণে ইউরোপে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ইউরোপের একাংশ। এ পর্যন্ত দেড় শতাধিক মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও প্রায় শতাধিক মানুষ।

বিবিসি জানায়, জার্মানির পশ্চিমাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে গত সপ্তাহে। বন্যায় মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

দেশটির বেশ কিছু নদী পানিতে প্লাবিত করেছে তীরের গ্রাম ও ছোট শহরগুলো। পানির তোড়ে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। পানিবন্দী মানুষকে রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।

জার্মানি ছাড়াও বেলজিয়াম, লাক্সেমবার্গ, নেদারল্যান্ডস এবং সুইৎজারল্যান্ডের মত কয়েকটি দেশে বন্যা দেখা দিয়েছে। বেলজিয়াম থেকে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!