মে মাসে হামাসের সঙ্গে বিরোধের পর আবারও ফিলিস্তিনে হামলা চালাল ইসরায়েল। শনিবার হামাসের বিস্ফোরকবাহী বেলুন দিয়ে হামলার জবাবে গাজায় হামলা চালাযনো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
আল-জাজিরা জানায়, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
ফিলিস্তিনিদের দাবি, ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার জন্য চাপ দিতেই বেলুন হামলা চালানো হয়েছিল। শনিবারের হামলার জেরেও গাজায় ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে গুলি ছোড়ার খবর পাওয়া গেছে।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে, ফিলিস্তিনে হামাসের ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্যই করে এই বিমান হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হামাস।
এর আগে মে মাসে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি উচ্ছেদের জেরে প্রতিবাদরত ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশ ও ইহুদীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর হামাস ইসরায়েলে রকেয় হামলা চালায়। এর জেরে বিমান হামলা চালায় ইসরায়েল। ১১ দিনের সংঘর্ষে ২৫৬ ফিলিস্তিনি ও ১৩ ইসরায়েলি নিহত হন।