• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

আফগান সীমান্ত পাহারা দিচ্ছে তালেবান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৪:৫৫ পিএম
আফগান সীমান্ত পাহারা দিচ্ছে তালেবান

তালেবান আতঙ্কে দেশ ছাড়ছে হাজারো আফগান নাগরিক। অনেকেই সীমান্ত পেরিয়ে আশ্রয় নিচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিতে চেষ্টা করছেন। কাবুল বিমানবন্দরেও দেখা গেছে আফগানিস্তান ছাড়ার হিড়িক। 

এদিকে বিবিসি জানায়, বৃহস্পতিবার (১৯ আগস্ট) সীমান্তে আফগানিস্তানের পতাকার পরিবর্তে তালেবানের ইসলামী আমিরাতের সাদা পতাকা দেখা গেছে। আফগানিস্তান অংশে দেশটির নিরাপত্তা বাহিনীর পরিবর্তে তালেবান যোদ্ধারাই সীমান্ত পাহারা দিচ্ছেন।

পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ব্যস্ততম স্থলবন্দর তোরখামের পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। যদিও যেকোন উপায়ে পাকিস্তানে পাড়ি দিতে মরিয়া শত শত আতঙ্কিত আফগান নাগরিক এখনও জড়ো হয়ে আছেন সীমান্তে।

গনি সরকার পতনের পর সীমান্তের সাময়িক বন্ধ করেছিল পাকিস্তান। যদিও পরে পণ্য পরিবহণ ও পথচারীদের চলাচলের জন্য সীমিতভাবে সীমান্ত খুলে দেওয়া হয়। তবে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সাধারণ নাগরিকের ছদ্মবেশে কোন চরমপন্থিকে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই সীমান্তে প্রত্যেক আফগানকে কঠোর পরীক্ষার মাধ্যমে দেশটিতে প্রবেশ করেতে দেওয়া হচ্ছে।

পাকিস্তান ছাড়াও আরেক সীমান্তবর্তী দেশ তাজিকিস্তানেও বিপুল সংখ্যক আফগান ও দেশটির বিদেশী নাগরিকরা আশ্রয় নিয়েছেন। কয়েকটি এলাকায় স্থানীয়দের দেশত্যাগে বাধা দেওয়ার খবর পাওয়া গেলেও এখনো পর্যন্ত কোথাও সংঘর্ষের ঘটনা ঘটেনি।

Link copied!