• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

আফগান নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মালালার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৩:৪২ পিএম
আফগান নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মালালার

আফগানিস্তানের ইস্যুতে জরুরী পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। এক ভিডিও বার্তায় এই আফগান অ্যাক্টিভিস্ট জানান, আফগানিস্তানের পরিস্থিতি, বিশেষ করে নারী ও মেয়েদের নিরাপত্তা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

ইউসুফজাই বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক্ষেত্রে ‘অনেক কিছু করার আছে’। আফগান জনগণকে রক্ষায় বিশ্ব নেতাদের “সাহসী পদক্ষেপ” নিতে হবে। 

বিবিসি নিউজকে ইউসুফজাই আরও বলেন, “আফগানিস্তান চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে। এই মুহুর্তে আমাদের সবার সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন।”

আফগানদের জনগণকে সাহায্য করতে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান। দেশে অন্যান্য অ্যাক্টিভিস্টদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মালালা। তিনি বলেন, আফগান আশ্রয়প্রার্থীদের নিরাপত্তা দিতে ও তাদের শিশুদের শিক্ষার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি দিয়েছেন তিনি।

২০১২ সালে পাকিস্তানি তালেবানের বন্দুক হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন মালালা। এরপরও আফগানিস্তানে নারী শিক্ষা প্রসারে কাজ করে যান তিনি।

রোববার রাজধানী কাবুল দখলের মাধ্যমে ২০ বছর পর আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান বিদ্রোহীরা। শান্তিপূর্ণভাবে সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায় সশস্ত্র গোষ্ঠীটি।

তবে তালেবানের হাতে পরাজয় নিশ্চিতের পরই সন্ধ্যায় তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবান শাসন থেকে বাঁচতে বিদেশিদের সঙ্গে অনেক আফগান নাগরিকও দেশ ছাড়ছে।

Link copied!