• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

আফগানিস্তানে বন্যায় অর্ধশতাধিক মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ১২:০১ পিএম
আফগানিস্তানে বন্যায় অর্ধশতাধিক মৃত্যু

আফগানিস্তানে নুরিস্তান প্রদেশে ভারী বর্ষণের কারণে সৃষ্টি হয়েছে বন্যা। আকস্মিক এই বন্যায় প্রাণ হারিয়েছে নারী, শিশুসহ অন্তত ৬০ জন।

ওয়াশিংটন পোস্ট জানায়, বন্যার কারণে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জলাবদ্ধতায় আটকা পড়েছেন কয়েক শ মানুষ। এখনো নিখোঁজ শতাধিক।

আফগানিস্তান সরকারের দাবি, নুরিস্তানের অনেক এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের যুদ্ধ চলছে। তাই উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

যদিও বন্যার্তদের রক্ষায় নিজেদের উদ্ধারকারী দল পাঠানোর কথা জানিয়েছে তালেবান। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৬২ হাজার ডলার ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে গোষ্ঠীটি।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরুর পর থেকে তালেবানের সঙ্গে সরকারের বিরোধ বাড়ছে। বিভিন্ন অঞ্চলে সম্মুখযুদ্ধের মাধ্যমে অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!