• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

আফগানিস্তানের প্রধান তিন শহর দখলে মরিয়া তালেবান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ১১:৩১ এএম
আফগানিস্তানের প্রধান তিন শহর দখলে মরিয়া তালেবান

দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ তিন শহরের নিয়ন্ত্রণ পেতে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে তালেবান। বিবিসির খবরে জানা গেছে, পশ্চিমের হেরাত শহরের ভেতরে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। লস্কর গাহ ও কান্দাহারেও তুমুল যুদ্ধ চলছে।

শনিবার থেকেই হেরাতে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। মার্কিন সেনাদের সহায়তায় বিমান হামলা চালাচ্ছেন আফগান সেনারা। বিমান হামলায় হেলমান্দ প্রদেশের একটি হাসপাতালে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছে একজন। 

দুই বাহিনীর সংঘর্ষ থেকে প্রাণে বাঁচতে শহর ছেড়ে পালাচ্ছে স্থানীয়রা। এরই মধ্যে লস্কর গাহ শহরের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। সংঘর্ষের এলাকাগুলোতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে মানবাধিকার সংস্থাগুলো।

৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরুর পর থেকেই দেশটিতে তালেবানের সক্রিয়তা বেড়েছে। যদিও তালেবানকে প্রতিহত করতে সরকারি বাহিনীর সহায়তায় বিমান হামলা অব্যহত রেখেছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!