• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

আট শতাধিক দাবানলে জ্বলছে ইতালি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৫:২৫ পিএম
আট শতাধিক দাবানলে জ্বলছে ইতালি

ইউরোপে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় ইতালিতে শুরু হয়েছে তীব্র দাবদাহ। এর মধ্যে দেশটিতে শতাধিক দাবানলের খোঁজ পাওয়া গেছে।

দাবানলের কারণে পেসকারা প্রদেশের সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। এ পর্যন্ত পাঁচজন আহতের খবর জানিয়েছে গার্ডিয়ান। এদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

রবিবার দক্ষিণাঞ্চলের পিনেটা ডানুনজিয়ানা সংরক্ষিত বনাঞ্চলে আট শতাধিক দাবানল ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস। এতে প্রায় ১৩১ একর বনভূমি পুড়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় সিসিলিতে ২৫০, পুগলিয়া ও ক্যালাব্রিয়াতে ১৩০, লাজিওতে ৯০ ও ক্যাম্পানিয়াতে ৭০ টি দাবানলের ঘটনা ঘটে।

ইতালি ছাড়াও স্পেন, গ্রীস এবং তুরস্কের বিভিন্ন এলাকায় দাবানলের খবর পাওয়া গেছে। রেকর্ড হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েকশো মানুষকে।

Link copied!