• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

আরও কিছুদিন আফগানিস্তানেই থাকছে মার্কিন সেনারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৮:৩০ পিএম
আরও কিছুদিন আফগানিস্তানেই থাকছে মার্কিন সেনারা

সেপ্টেম্বরের আগেই আফগানিস্তানে থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেও সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এবিসি নিউজ চ্যানেলে এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।

বাইডেনের দাবি, কাবুল থেকে দেশত্যাগীদের বিমানবন্দরে পৌঁছতে বাধা দিচ্ছে তালেবান। আর তাই কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণে থাকছে মার্কিন সেনারা।

এ সময় তিনি আরও বলেন, চলতি মাস শেষ হওয়ার আগেই মার্কিন সৈন্যরা আফগানিস্তান ছেড়ে যাক, এমনটিই চান তিনি। তবে দেশটিতে এখনো প্রায় ১৫ হাজারের মতো মার্কিন নাগরিক আটক রয়েছেন।

আর তাই এসব নাগরিকের জন্য পূর্বনির্ধারিত সময়সীমার পরেও মার্কিন সৈন্যদের আফগানিস্তানে থাকতে হতে পারে বলে জানান প্রেসিডেন্ট জো বাইডেন।

এ সময় আফগানিস্তানের পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র দায়ী কি না, এবিসি নিউজের এমন প্রশ্নে প্রেসিডেন্ট বাইডেন বলেন, “কাবুলে এই বিশৃঙ্খলা অবশ্যম্ভাবী ছিল। বিশৃঙ্খলা এড়িয়ে সে দেশ থেকে সেনা প্রত্যাহারের কীভাবে সম্ভব হতো আমি জানি না।”

Link copied!