• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ-সংঘর্ষে আটক ২১৮


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৯:৩৯ পিএম
অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ-সংঘর্ষে আটক ২১৮

লকডাউন বাতিলের দাবিতে বিক্ষোভে নেমেছে অস্ট্রেলিয়ার কয়েক হাজার মানুষ।

বিবিসি জানায়, শনিবার (২১ আগস্ট) মেলবোর্নে ৪ হাজার, কুইন্সল্যান্ডে ২ হাজার ও সিডনিতে ১ হাজারের বেশি মানুষ মিছিল বের করেন।

দেশটিতে রেকর্ডসংখ্যক রোগী শনাক্তের দিনে এমন কর্মসূচি দেশটিতে করোনার প্রকোপ বাড়াতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। 

বিবিসির খবরে বলা হয়, এদিন পুলিশের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষে জড়ায় লকডাউনবিরোধীরা। আহত হন বেশ কয়েকজন কর্মকর্তা। এ ঘটনায় ২১৮ জনকে আটক করে পুলিশ।

একই দিন নিউ সাউথ ওয়েলসে প্রাদেশিক রাজধানী সিডনিতে ৮২৫ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। দেশটিতে এক দিনে কোন শহরে এটিই সর্বোচ্চ সংক্রমণ।

শনিবার মোট ৮৯৪ নতুন রোগী শনাক্ত হয়েছে অস্ট্রেলিয়ায়। করোনা পরিস্থিতির অবনতির পেছনে ডেলটা ধরনের প্রাদুর্ভাব ও টিকাদান ধীরগতিকে দায়ী করছেন অনেকেই।

Link copied!