• ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬

অনিয়মের অভিযোগ সত্ত্বেও নির্বাচনে জয়ী পুতিনের দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৬:১২ পিএম
অনিয়মের অভিযোগ সত্ত্বেও নির্বাচনে জয়ী পুতিনের দল

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৪% ভোট গণনা হয়েছে। এতে প্রায় ৪৮% ভোট পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া।

প্রাথমিক ফলাফলে ২১% ভোট পেয়ে ইউনাইটেড রাশিয়ার পরেই রয়েছে কমিউনিস্ট পার্টি। ২০১৬ সালের নির্বাচনে ৫৪% ভোট পেয়েছিল পুতিনের দল। তবে এবার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলেও কিছুটা সমর্থন হারিয়েছে দলটি। 

বিবিসি জানায় পুতিনের সমালোচক আলেক্সেই নাভালনিকে কারাবন্দী করা আর দুর্নীতির অভিযোগের কারণেই ক্ষমতাসীন দল কিছুটা সমর্থন হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ভোটগ্রহণ শেষেই জয় পাওয়ার দাবি করে ইউনাইটেড রাশিয়া। যদিও জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করাসহ জোরপূর্বক ভোট দিতে বাধ্য করারও অভিযোগ রয়েছে দলের বিরুদ্ধে।

সাড়ে চার হাজারেরও বেশি অনিয়মের অভিযোগ পেয়েছে ভোট পর্যবেক্ষণ সংস্থা গোলোস। তবে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়ার নির্বাচন কমিশন। আর রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সাংবাদিকদের বলেছে, “উল্লেখযোগ্য অনিয়মের” কোনও অভিযোগ পাননি তারা।

ফলাফল বলছে ভোটের ব্যবধান কমলেও আবারও ক্ষমতায় আসছে পুতিনের দল। পশ্চিমাদের বিরুদ্ধে অবস্থান ও জাতীয় গৌরব পুনরুদ্ধারের জন্য রাশিয়ায় জনপ্রিয়তার শীর্ষেই থাকছেন ভ্লাদিমির পুতিন।

Link copied!