• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

পালাতে চাই


রুপক চৌধুরী
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ১০:০৮ এএম
পালাতে চাই
ছবি : প্রতীকী

পালাতে চাই এবার পরিযায়ী প্রফুল্লের ছদ্মবেশে,
এক পরাশ্রয়ী বর্ণের মতো অন্য বর্ণের শরীরে মিশে
নিরবিচ্ছিন্ন কামনা যেখানে মুখ থুবড়ে নিঃশ্বাস নেয়
সন্ধি-সমাসের ভেতর যেমন লুকিয়ে রয় নতুন শব্দ
যারা অর্থ দেয় কবিতা আর গল্পে নতুন কোনো স্রোতের
আমিও পালাতে চাই—কোন নদীর শাখা নদী হয়ে
যার আরেকটি নাম হবে স্বতন্ত্র সত্তার সাত্ত্বিক বসন্তে।

পালাতে চাই এবার বন্ধুহীন জীবনের বন্ধুর পথ ছেড়ে,
ভুলে যেতে চাই জমা আছে কোনো পথে কতো ঋণ
সেখানে ঘাস থাকবে—তুলতুলে কোমল করুণার ঘাস
দলিত হবো সেখানে ব্যথাহীন ব্যাকুলতার বাহুডোরে
স্বার্থের দুর্ভিক্ষ আর জরা ছোঁবে না যেই কুয়াশার বুক—
হাঁটুজলে বকের ঠোঁট থেকে পালায় যেমন পোয়াতি মীন
আমিও পালাতে চাই পাথর সময়—অগ্রহায়ণের
ধানের চোখে যেমন করে পালিয়ে থাকে শাদা শিশির।

Link copied!