• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

হাসপাতালে ভর্তির গুজবে যা বললেন অভিনেতা খরাজ মুখার্জি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০১:১০ পিএম
হাসপাতালে ভর্তির গুজবে যা বললেন অভিনেতা খরাজ মুখার্জি

কলকাতা বাংলার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি। যেকোন চরিত্র পরম যত্নে আপন করে নেন তিনি। দেখে মনে হয় ওই চরিত্রটি সৃষ্টিই হয়েছিল তার জন্য। সংবাদমাধ্যমে বৃহস্পতিবার (১৭ মার্চ) গুজব ওঠে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খরাজ। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে এই অভিনেতা জানালেন ভালো আছেন তিনি। 

ভারতীয় গণমাধ্যমগুলোকে খরাজ মুখার্জি জানান,‘শুনলাম, আমি নাকি মারা যাচ্ছি! হাসপাতালে ভর্তি। আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে। এর আগেও এই সমস্যায় ভুগেছি। সেই কারণেই হাসপাতালে ইনজেকশন নিতে এসেছিলাম। কিন্তু সেই খবর যে এভাবে ডালপালা মেলে ছড়াবে কে জানত!’

বর্তমানে খরাজ মুখার্জি তার গ্রামের বাড়ি বীরভূমের সাঁইথিয়া সংলগ্ন পাঠাই গ্রামে অবস্থান করছেন। সেখানে রাধামাধবের মন্দির প্রতিষ্ঠা করবেন। এই ব্যস্ততার মাঝেই ইনজেকশন নিতে রামপুরহাটে চিকিৎসক বন্ধুর কাছে গিয়েছিলেন এই অভিনেতা। সেখান থেকেই তার অসুস্থ হওয়ার গুজব ছড়ায়। 

খরাজ মুখার্জি জানিয়েছেন, সপ্তাহ খানেক তিনি গ্রামের বাড়িতে থাকবেন। এরপর ফিরবেন ব্যস্ততম শহরে। সেখান থেকে ফিরেই রাজা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী সিনেমা ‘পান্তুয়া’র শুটিং শুরু করবেন খরাজ মুখার্জি।

Link copied!