• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শুটিংয়ে সাপের কামড় খেলেন জনপ্রিয় গায়িকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০১:৫৪ পিএম
শুটিংয়ে সাপের কামড় খেলেন জনপ্রিয় গায়িকা

শুটিং চলছিল। হুট করেই সেটে হুলস্থুল। কারণ সাপে কামড়ে দিয়েছে ২১ বছরের গায়িকার মুখে। এমনই এক কাণ্ড ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। আর সেই ঘটনার ভিডিও ঝড় তুলল ইন্টারনেটে। নেটিজেনরা শিউরে উঠেছেন দৃশ্যটি দেখে।

কী দেখা গেছে ভিডিওতে? আমেরিকায় গায়িকা হিসেবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন মায়েটা। তারই নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং হচ্ছিল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে—তিনি একটি কালো লেসের বডিস্যুট পরে রয়েছেন। পিছনে একটি সাদা প্রেক্ষাপট রেখে বৈচিত্র তৈরি করা হয়েছে।

দেখা যায়, হাসিমুখে শুয়ে রয়েছেন ওই তরুণী। তার শরীরের উপরে রয়েছে কালো রঙের সাপটি। শুটিং চলাকালীন ওই সাপটিকে সরিয়ে রেখে একটি সাদা সাপ রাখতে যান গায়িকার সহযোগী। কিন্তু হঠাৎই কালো সাপটি কামড়ে দেয় গায়িকার চিবুকে। বেগতিক দেখে দ্রুত সাপটিকে সরিয়ে দেন গায়িকা।

Link copied!