• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তিযুদ্ধে গোয়েন্দা ছিলেন গীতিকার কাওসার চৌধুরী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১২:৫৭ পিএম
মুক্তিযুদ্ধে গোয়েন্দা ছিলেন গীতিকার কাওসার চৌধুরী

চিরতরে না ফেরার দেশে চলে গেলেন গীতিকার কাওসার আহমেদ চৌধুরী। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গীতিকার পরিচয়ের বাইরে তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। সরাসরি যুদ্ধে অংশ না নিলেও, গোয়েন্দা হিসেবে কাজ করেছেন দেশের পক্ষে। 

মুক্তিযুদ্ধে কাওসার আহমেদ মুজিবনগর সরকারের অধীনে গোয়েন্দা হিসেবে তথ্য সংগ্রহের কাজ করতেন। বিভিন্ন ছলচাতুরীতে পাকিস্তানি বাহিনীর বিভিন্ন ডেরার খবর নিয়ে আসতেন। ভাল ছবি আঁকতে পারতেন বলে সেসব জায়গার নকশা এঁকে বিভিন্ন অপারেশনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ৯টায় কাওসার আহমেদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। 

‘এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘এই রুপালি গিটার ফেলে’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’-এর মতো বহু কালজয়ী গানের রচয়িতা কাওসার আহমেদ চৌধুরী। ১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর সিলেটে কাওসার আহমেদ চৌধুরীর জন্ম।

Link copied!