অনেক দিন ধরে আলোচিত মডেল-উপস্থাপিকা বেনজির ইশরাত দেশের বাইরে থাকছেন। বিয়ের পর স্বামীসহ যুক্তরাজ্যে বসবাস শুরু করেন তারা। বুধবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে মা হওয়ার খবর জানিয়েছেন তিনি।
ফেসবুকে শেয়ার করা ছবিতে বেনজির ইশরাতের কন্যাকে তার স্বামীর কোলে দেখা গিয়েছে। যদিও তার কন্যার মুখের ছবিটি লাভ ইমোজি দিয়ে ঢেকে দেওয়া হয়।
বেনজির মডেলিং দিয়ে বাংলাদেশের বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। এরপর উপস্থাপনা করে প্রসংশিত হন। মডেল হিসেবে কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনেও।
বৈশাখী টিভির ‘শুধু সিনেমার গান’ নামের একটি অনুষ্ঠানে ২০১৭ সালে সর্বশেষ উপস্থাপনা করেছেন বেনজির। এছাড়া তাকে ২০২১ সালে ভালোবাসা দিবসে ‘তোমার কাছে থাকতে দিও’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে দেখা গেছে।