হাতে আর মাত্র দু’দিন। শুক্রবার (৯ ডিসেম্বর) ভিকির গলায় মালা পরাতে চলেছেন ক্যাটরিনা। ওই দিন রাজস্থানের সিক্স সেন্স দুর্গে সাত পাকে বাঁধা পড়বেন তারা। বিয়ের অনুষ্ঠানে জমিয়ে আনন্দ করবেন ভিকি-ক্যাট। এমনকি বিয়েতে নেচে মঞ্চ মাতাবেন বর-কনে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্যাটরিনার ছবির ‘কালা চশমা’, ‘নাচ দে নে সারি’ গানে নাচবেন তারা। এ ছাড়াও তালিকায় রয়েছে ‘সিং ইজ কিং’ ছবির ‘তেরি ওর’ গানটি। তবে এই অনুষ্ঠানে বাজানো যাবে না রণবীর কাপুর অভিনীত কোনো সিনেমার গান। স্বয়ং ক্যাটরিনা এই নির্দেশনা দিয়েছেন। শুধু তাই নয়, বিয়ের অনুষ্ঠানে অতিথির তালিকায় নেই রণবীরের নাম।
ক্যাটরিনা প্রাক্তন প্রেমিক ছিলেন রণবীর। ২০০৯ সালে ‘আজব প্রেম কি গজ কাহানি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্ব এক সময় প্রেমে রূপ নেয়। একটা সময় তারা বিয়ের সিদ্ধান্তও নেন। কিন্তু শেষ অবধি তা হয়নি। রণবীরের মন হারিয়ে যায় আলিয়া ভাটের মনে। ফলাফল, ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের ইতি। আর এই কারণেই বিয়েতে রণবীর কাপুরের সিনেমার কোনো গান চালানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন ক্যাট।