• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বড় পর্দায় প্রথমবার শবনমের ‘আজব কারখানা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ১২:৩২ পিএম
বড় পর্দায় প্রথমবার শবনমের ‘আজব কারখানা’

করোনা সংক্রমণের মধ্যেই জমে উঠেছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে শবনম ফেরদৌসীর পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘আজব কারখানা’ প্রদর্শিত হয়েছে।  

বড় পর্দায় চলচ্চিত্রটি দেশের উৎসবেই প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে। শবনম ফেরদৌসীর পরিচালনায় ২০১৬-১৭ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত হয়েছে ‘আজব কারখানা’। চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হয়েছে একজন রকস্টারের জীবনকে ঘিরে। রকস্টার রাজীব গ্রামবাংলার বাউলশিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে। চলচ্চিত্রটিতে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে আছে রক ও ফিউশনের আয়োজন।

এই ছবির কেন্দ্রীয় চরিত্র কলকাতার অভিনেতা পরমব্রত চ্যাটার্জী। এছাড়া অভিনয় করছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হেলিম বয়াতী, দিলু বয়াতী, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুনতাকা অর্পন, মাইমুনা মমো এবং মাহরিন মান্য। সিনেমাটি প্রযোজনা করেছেন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া জামান।

ছবিতে ৫টি মৌলিক গান রয়েছে এবং প্রথমবারের মতো বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজের ৪টি কবিতাকে গানে রূপান্তর করা হয়েছে। এর মধ্যে তিনটি গানের সংগীতায়োজন করেছে ভাইকিং এবং একটি গান করেছে লাবিক কামাল গৌরব। অন্য আরেকটি ব্লুজ গান করেছে ব্যান্ড সেভেন মিনিটস। ছবিটির আবহসংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব। ছবিটির ক্যামেরায় ছিলেন এনামুল হক সোহেল। সম্পাদনা করেছেন যৌথভাবে শঙ্খজিৎ বিশ্বাস ও রকিব রানা। শব্দ আয়োজন অমিত কুমার দত্ত। শিল্প নির্দেশক ছিলেন রঞ্জন রাব্বানী।

Link copied!