বলিউডে আসার পর একাধিক প্রেমের মজেছেন ক্যাটরিনা কাইফ। কিন্তু কোনো প্রেমের সুখের পরিণতি হয়নি। তবে এবার হয়ত ভিকি কৌশলের সঙ্গে সেই অসাধ্য সাধন হতে চলেছে। ডিসেম্বরে নাকি বিয়ে করবেন তারা! সে রকমভাবে প্রস্তুতিও এগিয়ে চলছে। যদিও এ বিষয়ে এখন অবধি ভিকি-ক্যাট মুখ খোলেননি।
এদিকে জানা গেছে, বিয়ের পর নিজের নাম বদলে ফেলবেন ক্যাট। ঐশ্বরিয়া, কারিনা যেমনটি করেছেন। ক্যাটের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিয়ের পর ক্যাটরিনা কাইফ হবেন ক্যাটরিনা কাইফ কৌশল।
এর আাগে দেওয়ালির দিনই ভিকি ও ক্যাটরিনা রোকা সেরেছেন। ক্যাটরিনার কাছের বন্ধু বলিউড পরিচালক কবির খানের বাড়িতে বসেছিল বাগদানের আসর। সেই অনুষ্ঠানে ক্যাটরিনার মা সুজান, ক্যাটের বোন ইসাবেলা, ভিকির বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল ও ভাই সানি কৌশল উপস্থিত ছিলেন।
৭ থেকে ৯ ডিসেম্বরে রাজস্থানের বারওয়াড়া দুর্গতে বিয়ের আসর বসবে ভিকি ও ক্যাটের। মোট ৪৮টি ঘর আছে এখানে। ইতিমধ্যে তাঁরা বিয়ের প্রস্তুতিও শুরু করেছেন বলে জানা গেছে। মুম্বাইয়ের জুহুতে একটি নতুন অ্যাপার্টমেন্ট ভাড়া করেছেন ভিকি কৌশল। ওই ভবনের আট তলা জুড়ে নাকি রয়েছে ভিকির এই নতুন অ্যাপার্টমেন্ট। বিয়ের পর ক্যাটরিনাকে নিয়ে সেখানেই সংসার পাততে চলেছেন ভিকি।