• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বন্ধ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৮:২৮ পিএম
বন্ধ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’

ভারতের জনপ্রিয় হাস্যরসাত্মক অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। মজাদার সব কৌতুকের কারণে দারুণ জনপ্রিয় এই টিভি অনুষ্ঠানটি। এতে অংশগ্রহণ করনে বলিউডের বিখ্যাত সব তারকারা। সেইসঙ্গে থাকেন অনুষ্ঠানের বেশ কয়েকজন কমেডিয়ান।
  
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বন্ধ হয়ে যাচ্ছে কপিল শর্মা শো। তবে সেটি কিছুদিনের জন্যই।

জানা যায়, এই অনুষ্ঠানের প্রাণভোমরা কপিল শর্মা যুক্তরাষ্ট্রে যাবেন। এজন্য আগামী জুনে একমাসের জন্য করতে পারবেন না শুটিং।  

যুক্তরাষ্ট্রে কপিল বেশ কয়েকটি ‘লাইভ শো’তে অংশ নেবেন। এজন্য ‘দ্য কপিল শর্মা শো’র শুটিং করতে পারবেন না।

তবে ‘দ্য কপিল শর্মা শো’ সহসাই বন্ধ হচ্ছে না। কেননা যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কপিল কিছু পর্বের শুটিং করে যাবেন। সেগুলো দেখতে পারবেন ভক্তরা।

‘দ্য কপিল শর্মা শো’ ২০১৬ সাল থেকে সাফল্যের সঙ্গে প্রচারিত হচ্ছে। কপিলের সঙ্গে এর বিভিন্ন পর্বে অংশ নেন অর্চনা পুরাণ সিং, কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক, সুমনা চক্রবর্তী, চন্দন প্রভাকর, ভারতী সিং প্রমুখ।

এর আগেও বন্ধ হয়েছিল অনুষ্ঠানটি। তখন পরিবারকে সময় দেওয়ার জন্য বিরতি নিয়েছিলেন কপিল।

Link copied!