সময়টা বেশ ভালোই কাটছে ‘টাইটানিক’ অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর। সবশেষ মুক্তি পাওয়া ‘ডোন্ট লুক আপ দিস ডেইস’ চলচ্চিত্রে দেখা পেয়েছেন অভাবনীয় সাফল্য। এরই মাঝে ডিক্যাপ্রিওকে তার প্রেমিকা মডেল ক্যামেলিয়া মেরুনের সঙ্গে সমুদ্র সৈকতে দেখা গেছে অন্তরঙ্গ অবস্থায়।
পাপারাজ্জিদের তোলা দুইটি গোপন ছবিতে ডিক্যাপ্রিও-ক্যামেলিয়াকে বেশ হাসিখুশি রূপে দেখা যায়। দুজনের প্রিয় অবসর যাপনের জায়গা সেন্ট বার্টসে কিছু বন্ধুর সঙ্গে হুল্লোরে মেতেছিল তারা।
এদিকে লিও-ক্যামেলিয়া এখনও পর্যন্ত তাদের প্রেমের গুঞ্জন সত্যি নয় বলে জানিয়েছেন। কিন্তু ২০১৭ সাল থেকে তারা একসঙ্গে থাকছেন।
লিও এবং ক্যামেলিয়ার মাঝে বয়সের ব্যবধান ২৩ বছর। এক সাক্ষাৎকারে তরুণ মডেল ক্যামেলিয়া বলেন, “ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বড় বিষয় নয়। হলিউডে আমরা এমন অনেক সম্পর্কই দেখতে পাবো, যাদের মাঝে বয়সের বড় ব্যবধান রয়েছে। আমার মনে হয়, আপনার যাকে ভালো লাগে, তার সঙ্গেই থাকা উচিত।”
লিওনার্দোকে সব সময় জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার থাকতে দেখা যায়। সম্প্রতি রয়েল বোটানিক গার্ডেনের বিজ্ঞানী কিউ একটি নতুন প্রজাতির উদ্ভিদ আবিষ্কার করেছেন। এই গাছটির নাম তিনি রেখেছেন লিওনার্দের নামে।
বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ও মেধাবী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ২০১৬ সালে ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমার জন্য অস্কার জিতেন।