• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দুই চলচ্চিত্র পরিচালকের নামে মামলা করবেন শাকিব খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৫:১২ পিএম
দুই চলচ্চিত্র পরিচালকের নামে মামলা করবেন শাকিব খান

প্রবীণ দুই চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও এফ আই মানিকের নামে মামলার হুমকি দিলেন শাকিব খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন দেলোয়ার জাহান ঝন্টু। তিনি তাকে ‘থাপ্পড়’ মারবেন বলে হুমকিও দেন।

এদিকে শাকিব খানের জীবনি নিয়ে বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছেন এফ আই মানিক। ইতোমধ্যে ‘স্টোরি অব শাকিব খান’ নামটি পরিচালক সমিতিতে নিবন্ধনও করেছেন। এমন বিভ্রান্তি ছড়াতে থাকলে আইনি ব্যবস্থা নেবেন তিনি। 

সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে একটি সংবাদমাধ্যমকে শাকিব খান বলেন, “আমি লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে চলচ্চিত্র জগতের কেউ কেউ আমাকে নিয়ে অনাকাঙিক্ষতভাবে মিডিয়ায় বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছেন। এর মধ্যে এক সিনিয়র নির্মাতা আমার বিদেশে যাওয়া, সেখানে বসে সিনেমার কাজ করা নিয়ে মিডিয়ার কাছে অবাঞ্ছিত কথা বলেছেন। যা অন্যকে অন্যায়ভাবে আক্রমণ করা ছাড়া আর কিছুই নয়। 

বায়োপিক ‘স্টোরি অব শাকিব খান’ নিয়ে এ অভিনেতা বলেন, “এক নির্মাতা ঘোষণা দিয়েছেন আমার বায়োপিক নির্মাণ করবেন। অথচ এ বিষয়ে আমি কিছুই জানি না। কারও বায়োপিক নির্মাণ করতে গেলে তার অনুমতি নিতে হয়। তিনি কী আমার অনুমতি নিয়েছেন? এটি দেশের মানুষের কাছে আমার ইমেজ নষ্ট করার ষড়যন্ত্র নয় কি? এ ধরনের ষড়যন্ত্র আর মেনে নেওয়া যায় না।”

শাকিব খান প্রশ্ন রেখে বলেন, “দেশীয় চলচ্চিত্রের কারও বায়োপিক যদি নির্মাণ করতে হয় তাহলে নায়করাজ রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা, ববিতা, শাবানা, কবরীদের মতো কিংবদন্তি শিল্পীদের নির্মাণ করা উচিত। আমাকে নিয়ে কেন?”

যারা এমন বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের সতর্ক করে দিয়ে ঢালিউড ভাইজান বলেন, “যারা আমাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বিছাতে চাইবে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। মানহানি ও সাইবার ক্রাইম অ্যাক্টে মামলা করব। ইতোপূর্বে অনেক ষড়যন্ত্র হয়েছে। এসব আমি আর মুখ বুজে সহ্য করব না।”

Link copied!