বিনোদন অঙ্গনে জনপ্রিয় তারকা দম্পতি ফারুকী-তিশা। সুখে-দুঃখের দাম্পত্যের প্রায় ১১ বছর পার করেছেন। এ বছরের শুরুতে বুধবার (৫ ফেব্রুয়ারি) কন্যাসন্তানের মা-বাবা হন অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তারা মেয়ের নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী।
তারকা এই দম্পতির কন্যা সন্তানের ছবি নিয়ে নেটিজোনে বিভ্রান্তি তৈরি হয়েছে। জন্মের পর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছিল, তবে সেখানে ইলহামের মুখ দেখা যাচ্ছিল না। তিশা-ফারুকি কন্যার একটি ভুল ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
কিছু সংবাদ মাধ্যম তিশার আগের একটি ছবি নিয়ে তার কন্যা বলে সংবাদ প্রকাশ করেছেন। যা নিয়ে তিশা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে নিজের রাগ প্রকাশ করেছেন।
তিশা লিখেছেন, “একটা ব্যাপারে বেশ বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা আরও ছড়ানোর আগেই আমরা পরিষ্কার করতে চাই। কিছু কিছু সংবাদ এবং ভিডিওর সাথে ইলহামের ছবি হিসাবে একটা পুরনো ছবিকে জুড়ে দেওয়া হচ্ছে। আমরা জানতে পেরেছি, শুরুর দিকে ভুলে এটা যোগ করা হয়েছিল কিছু রিপোর্টের সাথে, যেটা পরে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু অনলাইনে একটা কিছু উঠে গেলে তো সেটা ছড়াতেই থাকে। সেই জন্যই এই পোস্ট দেওয়া, যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায়।”
অভিনেত্রী আরও লিখেছেন, “আমরা যখন ইলহামের ছবি সবার সাথে শেয়ার করতে চাইবো, তখন আমরা নিজেরাই সেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো। তাই প্লিজ অন্য ছবিকে যেনো ইলহামের বলে আমরা না ছড়াই। সবাই ভালো থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য ইলহাম এবং আমাদের পরিবার কৃতজ্ঞ।”
২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তিশা ও ফারুকী। গত বছর দশম বিবাহবার্ষিকীতে এসব অজানা কথা তারা নিজেরাই ফাঁস করেন একটি টিভি সাক্ষাৎকারে।