• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চার মাস পর ফিরলেন শাহরুখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৪:০৩ পিএম
চার মাস পর ফিরলেন শাহরুখ

বলিউড কিং শাহরুখ খানের চোখের মনি ছেলে আরিয়ান খান। ছেলের জন্য যে কোন কিছু করতে পারেন শাহরুখ। গত বছর ৩ অক্টোবর এক প্রমোদতরি থেকে মাদকসংশ্লিষ্টতার অভিযোগে আরিয়ান খানকে গ্রেপ্তার করে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। তাঁর সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা। এ যাত্রায় ২৬ দিন কারাগারে ছিলেন আরিয়ান। সেই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে ছিলেন শাহরুখ। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টুইটারে খুঁজে পাওয়া যায়নি তাকে। ৪ মাস পর ইনস্টাগ্রামে নতুন একটি ইলেকট্রিক পণ্যের বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করেন বলিউড কিং।

ইনস্টাগ্রামে শাহরুখ বুধবার (১৯ জানুয়ারি) একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “খুব অল্প সময়েই আপনি ভালো টেকনোলজি এবং আর্টের সংমিশ্রণ পাবেন।”

দীর্ঘ ৪ মাস পর ইনস্টাগ্রামে ফিরে আসায় ভক্তদের মনে বইছে খুশির জোয়াড়। ‘কিং ইজ ব্যাক’ লিখে শাহরুখকে অভিনন্দন জানাচ্ছেন অনেকেই। 

এই বিজ্ঞাপনে দেখা যায়, শাহরুখ খান একটি গাড়ি নিয়ে বাড়ীতে প্রবেশ করছেন। তারপর রিমোর্ট টিপলেই একটি টেলিভিশন বের হয়ে আসে। একটু পর গৌরি খান তার সঙ্গে যোগ দেয়। তারা একসঙ্গে কাউচে বসে টিভি দেখতে থাকে।

Link copied!