• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

গান নয়, অভিনয় দিয়েই শুরু হয় লতার ক্যারিয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০২:২১ পিএম
গান নয়, অভিনয় দিয়েই শুরু হয় লতার ক্যারিয়ার

১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মেছিলেন কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। সাত দশক ধরে দর্শক ও সমালোচক হৃদয় তৃপ্ত করে চলা ভারতীয় সংগীতের কিংবদন্তির বর্ণাঢ্য জীবনের শুরুটা ছিল একটু ভিন্ন।

অনেকেই হয়ত জানেন না  ​জনপ্রিয় এই সংগীতশিল্পী ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনয় করে। মাত্র ৫ বছর বয়সে অভিনয়ের সঙ্গে হাতেখড়ি হয়েছিলেন লতা মঙ্গেশকরের!

সংগীতের মধ্যে দিয়ে নয়। প্রথমবার ক্যামেরার সামনে অভিনয় শিল্পী হিসেবেই দাঁড়িয়েছিলেন লতা।

বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন গোয়ালিয়র ঘরানার একজন শাস্ত্রীয় সংগীতশিল্পী ও মঞ্চ অভিনেতা। তাঁর মিউজিক্যাল প্লেগুলোতে লতা প্রথম অভিনয় শুরু করেন।

রোববার না ফেরার দেশে চলে গেলেন বিশ্বখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর।

করোনায় ৮ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। করোনা কাটিয়ে উঠলেও ৯২ বছর বয়সে কোভিড–পরবর্তী অসুস্থতার ধাক্কা সামলাতে পারলেন না শিল্পী।

কোভিডে আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন লতা। প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে।

চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি। সম্প্রতি তার শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় ভেন্টিলেশন সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। আশার আলো দেখছিলেন চিকিৎসকেরাও। তবে শনিবার (৫ ফেব্রুয়ারি) লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়।

শনিবার দুপুরে চিকিৎসকেরা জানান, গায়িকার অবস্থা অত্যন্ত সংকটজনক। সেই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা তার আরোগ্য কামনায় রত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় দিদি লতাকে দেখতে হাসপাতালে ছুটে যান আশা ভোসলে। তখন থেকে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। ভক্ত, পরিবারের সবাই তার সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকেন। চিকিৎসকেরাও চেষ্টা করতে থাকেন। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে চলে যান কিংবদন্তিতুল্য এ শিল্পী।

Link copied!