• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

করোনায় আক্রান্ত মিমের স্বামী, হানিমুন বাতিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৩:৫০ পিএম
করোনায় আক্রান্ত মিমের স্বামী, হানিমুন বাতিল

বছরের শুরুতে (৪ জানুয়ারি) ঢাকার একটি অভিজাত হোটেলে ধুমধাম করে বিয়ে করেন অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। বেশ ফুরফুরে সময় কাটালেও দুঃসংবাদ দিলেন মিম। 

বিয়ের এক সপ্তাহর মধ্যেই মিমের স্বামী সনি পোদ্দার করোনায় আক্রান্ত হয়েছেন। এতে তাদের হানিমুনের পরিকল্পনাও বাতিল করা হয়েছে। মিম নিজে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।  

মিম বলেন, “আমার জীবনসঙ্গী সনি বর্তমানে করোনায় আক্রান্ত। বর্তমানে সে কোয়ারেন্টিনে আছে, সুস্থ আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

শুক্রবার (৭ জানুয়ারি) সনির বাড়ি কুমিল্লায় বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে পরিবার নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে যান মিম।

মিমের স্বামী সনিকে ১৫ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল। সনি করোনায় আক্রান্ত হওয়ায় সেই আয়োজনটি স্থগিত করা হয়। মিম বলেন, “সনি সুস্থ হলেই নতুন করে আয়োজনের তারিখটি জানিয়ে দেব।”

মিমের স্বামী সনি পোদ্দার ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। টানা ছয় বছর চুটিয়ে প্রেম করার পর সনিকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম।

Link copied!