• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন পাশ করলেন নুসরাত ফারিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৭:১২ পিএম
আইন পাশ করলেন নুসরাত ফারিয়া

এ সময়ের সবথেকে ব্যস্ত নায়িকা নুসরাত ফারিয়া। ঢালিউড-টলিউডে অভিনয়, বিজ্ঞাপন, স্টেজ শো—সব মিলিয়ে যেন দম ফেলানোর ফুসরত নেই তার। তবে এর পাশাপাশি পড়ালেখাটাও চালিয়ে গেছেন এই অভিনেত্রী।

ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে পাস করেছেন ফারিয়া। ব্যাচেলরস অব ল’তে সেকেন্ড ক্লাস পেয়েছেন তিনি। এর সঙ্গে শেষ হলো চার বছরের শিক্ষাজীবন। ফারিয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ফারিয়া বলেন, “অবশেষে সৃষ্টিকর্তা আমার কথা শুনেছেন। আইন বিষয়ে পাস করলাম। সেকেন্ড ক্লাস পেয়েছি। এ বিষয়ে আমি আমার শিক্ষককে ধন্যবাদ দিতে চাই। তার কারণেই আমার এই পড়াশোনার জার্নিটা হয়েছে। আমি আসলে সবার কাছেই কৃতজ্ঞ।”

এ তারকা আরও যোগ করেন, “পড়াশোনা ও কাজ একসঙ্গে চালিয়ে যাওয়াটা বেশ কঠিন। আমার সহকর্মী ও পরিবার পাশে না থাকলে এটা সম্ভব হতো না। পাস করলাম, এটা আমার শিক্ষাজীবনের সেরা প্রাপ্তি।”

সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিং শেষ করেন ফারিয়া। ভারতের খ্যাতিমান চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল নির্মাণ করছেন সিনেমাটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হচ্ছে এটি। বর্তমানে ঢাকায় চলছে এর শেষ ধাপের শুটিং।

Link copied!