• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অস্কারজয়ী অভিনেতা উইলিয়াম হার্টের বিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৮:২৫ পিএম
অস্কারজয়ী অভিনেতা উইলিয়াম হার্টের বিদায়

অস্কারজয়ী মার্কিন অভিনেতা উইলিয়াম হার্ট না ফেরার দেশে চলে গিয়েছেন। রোববার (১৩ মার্চ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৮ সালে বিশ্বজয়ী এই অভিনেতার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছিল।

১৯৮৬ সালে ‘কিস অব দ্য স্পাইডার ওমেন’ সিনেমায় অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার জয় করেন উইলিয়াম হার্ট। সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে হার্টের বন্ধু গেরি বাইর্ন।

এক বিবৃতিতে হার্টের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আমার বাবা, ইউলিয়াম হার্ট চিরতরে না ফেরার দেশে চলে গিয়েছেন। পরিবারের সান্নিধ্যে, শান্তিতে ও স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে হার্টের। 

দীর্ঘ ক্যরিয়ারে উইলিয়াম হার্ট অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। ১৯৮০ সালে ‘অল্টারড স্টেটস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় পথচলা শুরু করেন তিনি।

এই অভিনেতার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ব্যাড বয়’, ‘চিলড্রেন অব লেজার গড’, ‘ব্রডকাস্ট নিউজ’, ‘দ্য বিগ চিল’, ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’, ‘ক্যাপ্টেন আমেরিক’, ‘অ্যাভেঞ্জার’, ‘ব্ল্যাক উইন্ডো’ ইত্যাদি।

Link copied!