মঙ্গলবার (১৬ জুলাই) থেকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দুষ্কৃতকারীদের নাশকতা ও সহিংসতার কারণে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার মধ্যরাতে কারফিউ জারি করে সরকার। এখনো কারফিউ চলছে। তবে কমে এসেছে সময়সীমা। বাড়ানো হয়েছে শিথিল করার সময়সীমা। যেমন বুধবার (২৪ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা অবধি কারফিউ শিথিল করা হয়েছে। বন্ধ থাকা ইন্টারনেটও চালু করা হয়েছে স্বল্প পরিসরে।
স্বাভাবিকভাবে এই সময়টাতে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের ঘরে বসে সময় কাটছে। তবে সবার মতো তারাও দেশের এই সংকট নিয়ে উদ্বিগ্ন। চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ। তিনি বলেন, ‘একটা দমবন্ধ সময় পার করছি। বাসায় আছি গত কয়েকদিন। আমাদের প্রিয় দেশটার বয়স ৫০ পার হওয়ার পরও যদি এরকম সময় পার করতে হয় তাহলে এটা খুব দুঃখজনক। অন্য সবার মতো আমিও দ্রুত স্বাভাবিক সময়ে ফিরতে চাই।’
এতদিন শুটিং নিয়ে এত দিন ব্যস্ত সময় পার করেছিলেন সিয়াম আহমেদ। শেষ করেছেন আকাঙ্খিত ছবি ‘জংলি’র শুটিং।
শুটিং এ থাকার কারণে বেশ কিছুদিন পরিবারকে খুব বেশি সময় দেয়া হয়নি। কারফিউ-এর সময়টাতে তাই সন্তানকে দিয়েছেন সিয়াম আহমেদ। বলা যায় পুরোটা সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গেই।
জংলির মুক্তি প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘আমাদের তো শুরুতে পরিকল্পনা ছিল গেল ঈদে মুক্তি দেয়ার। কিন্তু সেটা হয়নি। এখন আমরা ভাবছি আসছে অক্টোবরে পূজা উপলক্ষে মুক্তি দেয়ার। তবে সেটা নির্ভর করবে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করার উপরে।’
তিনি জানান, ছবিটির পরিচালক এম রাহিম এ মাসেই পোস্ট প্রোডাকশনের কাজ করার জন্য ভারতে যাবেন। সেখানে কাজ শেষ করে ফিরলেই চুড়ান্ত হবে জংলির মুক্তির তারিখ।
ছবিতে সিয়ামের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী ও দিঘী। এছাড়া আছেন শহীদুজ্জামান সেলিমসহ অনেকেই।