• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

বলিউডের নোংরা রাজনীতিতে ক্লান্ত ছিলেন প্রিয়াংকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ০৪:৪৫ পিএম
বলিউডের নোংরা রাজনীতিতে ক্লান্ত ছিলেন প্রিয়াংকা

জনপ্রিয় তারকা প্রিয়াংকা চোপড়া তার বলিউড ছাড়ার নেপথ্য কারণ প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বলিউডের নোংরা রাজনীতিতে আমি ক্লান্ত হয়ে ছিলাম।  সেই সময় আমাকে প্রায় একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ভালো চরিত্রে নেওয়া হচ্ছিল না। আমার সঙ্গে অনেকের ঝামেলাও হয়েছিল।”

প্রিয়াংকা তার বলিউড ক্যারিয়ারের শীর্ষে থাকাকালে হলিউডে পাড়ি জমান। সেখানকার জনপ্রিয় টেলিভিশন শো, একাধিক সিনেমার পর এবার রুশো ব্রাদার্সের সঙ্গে ওয়েব সিরিজে কাজ করছেন তিনি।

অনেকের হয়তো জানা নেই যে, গান গেয়ে হলিউডে প্রবেশ প্রিয়াংকার। ‘ইন মাই সিটি’, ‘এগ্জটিক’-এর মতো মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে। উইল আই অ্যাম, পিটবুলের মতো বিশ্বখ্যাত পপতারকাদের সঙ্গে তাল মিলিয়ে গান গেয়েছেন প্রিয়াংকা।

এই তারকা বলেন, “বলিউডে আমি এত বছর ধরে কাজ করেছি। কিন্তু ওই সময় আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে, আমার মনে হচ্ছিল সব ছে়ড়ে চলে যাই।”

হলিউডে কিছু সময় কাটানোর পর প্রিয়াংকা চোপড়া বুঝতে পারেন, গানের চেয়ে অভিনয়েই বেশি দক্ষ তিনি। এ কারণে আমেরিকাতে থেকেই অভিনয়ের কাজ খুঁজতে থাকেন। একের পর এক অডিশন দেওয়ার পর সুযোগ পান ‘কোয়ান্টিকো’ টেলিভিশন সিরিজে। সুযোগও পেয়ে যান।

আগামী এপ্রিল মাসে মুক্তি পেতে যাচ্ছে প্রিয়াংকা অভিনীত স্পাই থ্রিলার সিরিজ় ‘সিটাডেল’। এই সিরিজটি তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন ‘গেম অফ থ্রোন্স’খ্যাত রিচার্ড ম্যাডেনও।

Link copied!