• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

তামিমের বিদায়ে ব্যথিত শোবিজ তারকারাও


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৩, ১১:৫১ এএম
তামিমের বিদায়ে ব্যথিত শোবিজ তারকারাও

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের কয়েক ঘণ্টা পরই সংবাদ সম্মেলন ডাকেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) সংবাদ সম্মেলনে তামিন নিশ্চিত করেছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। এদিকে এই অবসরকে কেন্দ্র করে নানা পেশার পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও ব্যথিত হয়েছেন তামিমের এমন সিদ্ধান্তে।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তামিমের সংবাদ সম্মেলনের কান্নাভেজা চোখের কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বকাপটা খেলে অবসর নিতে পারতেন বাংলাদেশ সর্বকালের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। আগামী জীবনের জন্য শুভকামনা।’

তামিমের কান্নার ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন চিত্রনায়িকা পরীমনি। ওয়ানডে দলের অধিনায়কের কান্না পরীর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে, সেটাই বোঝাতে চেয়েছেন তিনি। ভিডিও শেয়ার করে, কান্না ও কষ্টের ইমোজি শেয়ার করে পরীমনি এক শব্দে লিখেছেন ‘ভাই’।

অভিনেত্রী পূজা চেরি লিখেছেন, “বাংলাদেশের  সর্বকালের সেরা ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ভাই। বিশ্বকাপের আগমুহূর্তে তামিম ভাইয়ের এমন বিদায় সত্যি মেনে নেওয়া কঠিন। এই মুহূর্তে তামিম ইকবাল ভাইয়ের বিদায় বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃসংবাদ। একজন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের গর্ব। যত দিন ক্রিকেট থাকবে তত দিন ক্রিকেটপাগল বাঙালি আপনাকে মনে রাখবে। ভালো থাকবেন প্রিয় তামিম ইকবাল ভাই।”

তামিমের অবসরের ঘোষণা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এমন ঘোষণা আমি, আমরা চাই না। মানি না। আপনি এমনটা করতে পারেন তামিম ইকবাল। দেশের জন্য হলেও এই ঘোষণা পরিবর্তন করুন।’

তামিমের এমন বিদায় দেখতে চাননি জানিয়ে তরুণ প্রজন্মের অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনি দেশকে দীর্ঘ ১৬ বছর ধরে সার্ভ করেছেন। কত দারুণ সব মুহূর্ত উপহার দিয়েছেন আমাদের! জহির খানকে ডাউন দ্য উইকেটে মারা ছক্কায় নিজের আবির্ভাবের জানান দেওয়া, লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম ওঠানো, এশিয়া কাপে টানা চার ম্যাচে ফিফটি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানের বন্যা বইয়ে দেওয়া, ভাঙা হাত নিয়ে নিদহাস ট্রফিতে অসামান্য বীরত্ব— কোনটা রেখে কোনটার কথা বলব? খেলাটার প্রতি আপনার প্যাশন, আপনার আবেগ সব সময়ই আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।’

‘হ্যাঁ, আপনি পারফেক্ট ছিলেন না। আমরা কেউই তো পারফেক্ট না। আপনার ফর্ম নিয়ে সমালোচনা হয়েছে, ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা হয়েছে। এসব তো জীবনেরই অংশ। কিন্তু আপনার এমন বিদায় আমরা দেখতে চাইনি। আমরা চেয়েছিলাম আপনি মাঠ থেকে বিদায় নেবেন, হাসিমুখে। এমন অশ্রুসিক্ত প্রেস কনফারেন্সের বিদায় আমাদের খারাপ লেগেছে। এখন পরিবারকে সময় দিন। সব কিছু থেকে বিরতি নিয়ে কামব্যাক করুন বাংলাদেশের ক্রিকেটে, সেটি যেকোনো পরিচয়েই। আরও অনেক কিছু দেওয়ার আছে আপনার। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।’

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন টাইগার ওয়ানডে এই অধিনায়ক। সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

 

 

Link copied!