ভিন্ন ধর্ম নিয়ে বিতর্ক, হিন্দু রীতিতেই বিয়ে করলেন সারা খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৪:১৮ পিএম
ভিন্ন ধর্ম নিয়ে বিতর্ক, হিন্দু রীতিতেই বিয়ে করলেন সারা খান

গেল অক্টোবরে কৃষ পাঠকের সঙ্গে আইনি বিয়ের ছবি শেয়ার করে রোষানলে পড়েছিলেন অভিনেত্রী সারা খান। ভিন্ন ধর্মে বিয়ের জন্য কম সমালোচিত হতে হয়নি তাকে। নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে এবার কৃষের সঙ্গে হিন্দু রীতিতেই সাত পাক ঘুরলেন সারা। কৃষ পাঠক ‘রামায়ণ’ খ্যাত সুনীল লহরীর পুত্র।

সেই প্রেক্ষিতে পর্দার ‘লক্ষ্মণে’র পুত্রবধূ হলেন সারা খান। শুক্রবার, ৫ ডিসেম্বর হাতে গোনা ক’জন বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনের উপস্থিতিতে মুম্বাইয়ে চার হাত এক হলো। হিন্দু রীতি মেনে গায়ে হলুদ থেকে সাত পাক ঘোরার পাশাপাশি মালাবদল, সিঁদুর দানও হয়। কৃষ পাঠক ও সারা খানের বিয়েতে উপস্থিত ছিলেন টেলিপর্দার একাধিক তারকা।

সেই তালিকায় রয়েছেন আওয়েজ দরবার, নগমা মিরাজকার, ফলক নাজ, রাজীব ঠাকুর থেকে দীপশিখা নাগপালদের মতো পরিচিত মুখ। 

বিয়ের পর আমন্ত্রিতদের জন্য রিসেপশনেরও আয়োজন করেছিলেন হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকাদম্পতি। বিয়ের অনুষ্ঠানের জন্য লাল লেহেঙ্গার সঙ্গে মানাসই সোনা এবং কুন্দনের গয়নায় সেজেছিলেন ‘বিদাই’ ধারাবাহিক খ্যাত সারা খান। মেহেন্দিতে লুকানো স্বামীর নামও ধরা পড়ল ক্যামেরায়।

অভিনেত্রীর জীবনের নতুন ইনিংসের খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় তার বন্ধু লিখেছেন, ‘হ্যাপি ওয়েডিং লাইফ’। আর সেই ক্যাপশনই উসকে দিল পুরনো বিতর্ক। মুসলিম হয়ে হিন্দু পাত্রকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার জন্য ফের সমালোচিত হতে হল সারা খানকে। 

একাংশ আবার ‘বিগ বস’-এর ঘরে আলি মার্চেন্ট অধ্যায়ের কথা মনে করিয়ে দিয়ে প্রশ্ন ছুড়লেন, ‘আর কতবার সুখী দাম্পত্য শুরু করবে সারা?’ 

কারণ সংশ্লিষ্ট রিয়েলিটি শোয়ের পর আলিকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। যদিও সেই সম্পর্ক পরে ভেঙে যায়।

Link copied!