• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সায়রা-রহমানের সম্পর্ক জোড়া লাগছে? যা বললেন আইনজীবী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৫:৪৮ পিএম
সায়রা-রহমানের সম্পর্ক জোড়া লাগছে? যা বললেন আইনজীবী
এ আর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু। ছবি: সংগৃহীত

ভারতীয় অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এ আর রাহমান। যিনি নিজের সুরের জাদু দিয়ে জয় করেছেন সারা বিশ্ব। সম্প্রতি দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন এ আর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু। এই নিয়ে সামাজিক মাধ্যমে যখন চলছে নানা আলোচনা সমালোচনা। 

এরই মধ্যে সামাজিক মাধ্যমে চর্চা হচ্ছে সায়রা বানু ও এ আর  রহমানের সম্পর্ক জোড়া লাগছে।

অনুরাগীদের প্রশ্ন, কোনোভাবেই কি দাম্পত্য জোড়া লাগানো সম্ভব নয়?  এই প্রশ্নের উত্তর দিয়েছেন সায়রার আইনজীবী বন্দনা শাহ। ফের দম্পতির এক হওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। বিচ্ছেদের পরে অর্থ ও সম্পত্তি নিয়ে খুব একটা চিন্তিত নন রহমান-পত্নী। দাম্পত্যে তিক্ততা তৈরি হওয়ার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই, কিন্তু আবার তাদের সম্পর্ক জোড়াও লাগতে পারে। 

আইনজীবী বন্দনা সংবাদমাধ্যমকে সায়রার হয়ে বলেছেন, “সম্পর্ক জোড়া লাগা সম্ভব নয়, এমন কিন্তু বলা হয়নি। দু’জনের মন্তব্যে যথেষ্ট স্বচ্ছতা রয়েছে। ওরা দু’জনেই বিচ্ছেদ নিয়ে যথেষ্ট যন্ত্রণায় রয়েছেন। এই সিদ্ধান্তে আসতে ওদের বেগ পেতে হয়েছে। বিচ্ছেদের বিবৃতিতে কোথাও বলা হয়নি, ওরা ফের সম্পর্কে ফিরবেন না।”

বিচ্ছেদের খবর প্রকাশ করার পরে এআর রহমান পোস্ট করে বলেছিলেন, “আমরা ভেবেছিলাম, দাম্পত্যের ৩০তম বছরে অন্তত পৌঁছাতে পারব। কিন্তু এমন পরিসমাপ্তির কথা আমরা কল্পনাও করিনি। হৃদয় ভাঙার ভারে সৃষ্টিকর্তার আসন পর্যন্ত আজ কেঁপে উঠতে পারে। যদিও, এই দুঃখের মাঝেও আমরা জীবনের অর্থ খোঁজার চেষ্টা করছি। হয়তো ভেঙে যাওয়া অংশগুলো আর কখনওই আগের মতো জোড়া লাগবে না!”

Link copied!