• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্রকাশ্যে রণবীর-রাশমিকার চুমুর দৃশ্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৩:৪৯ পিএম
প্রকাশ্যে রণবীর-রাশমিকার চুমুর দৃশ্য
‘অ্যানিমেল’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

একজন বলিউড অভিনেতা, অন্যজন দক্ষিণি অভিনেত্রী। দুজনেই নিজ নিজ জায়গায় বেশ আলোচিত। সিনেমা দিয়ে দর্শক-ভক্তদের মনে বেশ শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। তবে এবার ব্যক্তিক্রমী কাজে একসঙ্গে আলোচনায় এলেন দুজনই। বলছি, বলিউডের জনপ্রিয় অভিনেতা  রণবীর কাপুর ও দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার কথা। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা নির্মিত ‘অ্যানিমেল’ সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর-রাশমিকা। তবে, সিনেমার পোস্টারে দুজনের চুম্বন দৃশ্য নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

আগামী ১ ডিসেম্বর সিনেমার মুক্তি উপলক্ষে প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন পুরো টিম। এদিকে মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে নিজের ইনস্টাগ্রামে সিনেমাটির নতুন একটি পোস্টার প্রকাশ করেছেন রাশমিকা। এতে দেখা যায়, ঠোঁটে ঠোঁট রেখে হেলিকপ্টার চালকের আসনে পাশাপাশি বসা রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা।

পোস্টারের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হুয়া মেইন’ শিরোনামের গানটি আগামীকাল (১১ অক্টোবর) মুক্তি পাবে। এ গানের সবগুলো ভার্সন (হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম) আমার ভীষণ পছন্দ।

এদিকে রণবীর-রাশমিকার চুম্বন দৃশ্য দেখে নেটিজেনরা সমালোচনায় মেতেছেন। অনেকে কটাক্ষ করে লিখেছেন, ‘আলিয়া কিছু মনে করবেন না।’ রাশমিকাকে উদ্দেশ্য করে একজন লিখেছেন, ‘ম্যাম, আপনি এ ধরনের ছবি পোস্ট দেবেন না।’ আরেকজন লিখেছেন, ‘আপনি কেন তাকে (রণবীর) চুমু খেলেন?’

‘অ্যানিমেল’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর-রাশমিকা। ‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডির সিনেমাটি প্রযোজনা করছেন গুলশান কুমার। রণবীর-রাশমিকা ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন, অনিল কাপুর, ববি দেওলসহ অনেকেই।

Link copied!