• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

নাচের তালে নুসরাত ফারিয়ার ‘খেলা হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ১১:০৪ এএম
নাচের তালে নুসরাত ফারিয়ার ‘খেলা হবে’
নুসরত ফারিয়া, ছবি: সংগৃহীত

‘খেলা হবে’ স্লোগানটি বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশ থেকে ওপার বাংলা সব জায়গাতেই সংলাপটি শোনা যাচ্ছে। এবার সেই ‘খেলা হবে’ শোনা গেল রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের গানে। যাতে নাচলেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। আর তা শেয়ার করলেন সিরিজের অন্যতম প্রযোজক শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

জানা গেছে, সংসদ সদস্য শামীম ওসমানের মুখে ‘খেলা হবে’ স্লোগানটি প্রথম ভাইরাল হওয়ার পরে সেটি পৌঁছে যায় ভারতের পশ্চিমবঙ্গে। তৃণমূলের একুশের নির্বাচনের স্লোগান হয়ে ওঠে স্লোগানটি। রাজনীতির মাঠ থেকে বিনোদনেও বেশ সাড়া ফেলে এটি। সম্প্রতি করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’তে আলিয়া ভাটের মুখে শোনা গিয়েছিল ‘খেলা হবে’ সংলাপ। এবার সেই ‘খেলা হবে’ স্লোগানে কোমর দুলিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। লাল ঘাগরায় মেনকা সেজে ঠুমকা লাগিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া গানের দৃশ্যে দেখা যায়, ‘দাবাং’ স্টাইলে এন্ট্রি নিয়েছেন অনিমেষ দত্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়। শাশ্বত ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, জুন মালিয়া। ধর্মগুরু হিসেবে দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তীকে। ১১ আগস্ট থেকে জিফাইভ প্ল্যাটফর্মে দেখা যাবে নতুন এই সিরিজ।
 

Link copied!