নন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অবসর কাটাতে বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন। আর সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের দিচ্ছেন নিয়মিত আপডেট।
মেহজাবীনের স্বপ্ন ছিল তিনি নায়াগ্রা জলপ্রপাতাতে ঘুরতে যাবেন। সেখারকার জলে মন ভেজাবেন। এবার সে স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে খুব হাসিখুশি মেজাজে অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

ছবিতে দেখা যায়, মেহজাবীনকে সাদা প্যান্ট নীল লুরেক্স স্লিম নিট শার্টে বেশ স্টাইলিশ লাগছে। লো মেকআপ লুকে ধরা পড়েছে মেহজাবীনের স্নিগ্ধতা। এদিকে খোলা চুলে চোখে রোদ চশমায় অভিনেত্রীর মিষ্টি হাসি অনুরাগীদের নজর কেড়েছে। পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন।
কবির নামে আরেক ভক্তের ভাষ্য, নাইস পিক মেহজাবিন আপু, তোমার পরবর্তী নাটকটি দেখার অপেক্ষায় আর তোমাকে যত দেখি ততই ভালো লাগে।

আরেকজন হাসির ছলে লিখেছেন, দেশে এতো এতো সুন্দর মেয়ে আছে সেটা তারা বিদেশ সফরে না গেলে বোঝা যায় না। বিশেষ করে ইউরোপে।
এদিকে, গত ১৯ এপ্রিল নিজের জন্মদিনে সুখবর দেন মেহজাবীন। জানান, শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এবার বড় পর্দায় ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে হাজির হবেন তিনি। সিনেমায় তার পাশাপাশি নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে অভিনয় করেছেন। সব ঠিক থাকলে চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি লাভ করেন। এরপর দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।