কীভাবে সেন্সর পাস করল ‘পাঠান’ : মুকেশ খান্না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৪:০০ পিএম
কীভাবে সেন্সর পাস করল ‘পাঠান’ : মুকেশ খান্না

এত তর্কবিতর্ক, আলোচনা-সমালোচনার পরও মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। নতুন বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে যশরাজ ব্যানারের এই ছবি। আর তাতেই বাদ সাধলেন অভিনেতা মুকেশ খান্না।

পাঠান সিনেমার গান ‘বেশরম রং’ মুক্তি পায় সোমবার (১২ ডিসেম্বর)। গানের ভিডিও দেখে অনেক নেটিজেনই নিন্দার ঝড় তুলেছেন।

প্রকাশিত ‘বেশরম রং’ গানে খোলামেলা দীপিকা পাড়ুকোনকে শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে একদিকে যেমন দর্শকের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে, অন্যদিকে নিন্দায় মুখর হয়েছে আরেক দল। এ গানের দৃশ্য এতটাই কুরুচিপূর্ণ এবং অশ্লীল যে, তা সংশোধন না হলে মধ্যপ্রদেশে নিষিদ্ধ হতে পারে সিনেমাটি।

বিতর্ক এখানেই শেষ নয়, এই গানটি স্প্যানিশ গানের সুর নকল করে বানানো হয়েছে। এ ছাড়া গানের প্রথম দিকের লাইনগুলোর কথা পুরোনো একটি হিন্দি গান থেকে হুবহু নকল করা।

এত সব প্রশ্নবিদ্ধ সিনেমাটি নিয়ে মন্তব্য করে এবার নিন্দুকদের দলে নাম লেখালেন ‘শক্তিমান’ অভিনেতা মুকেশ খান্না। গানের ভিজ্যুয়ালে ‘অশ্লীলতা’ অভিযোগ থাকা সত্ত্বেও ‘সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন‍‍` (সিবিএফসি) কীভাবে গানটি পাস করার অনুমতি দিল, প্রশ্ন তুলেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে মুকেশ বলেন, “আমার মনে হয় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেছে। এটি একটি অশ্লীল বিষয়, এর সঙ্গে ধর্মীয় সমস্যার কোনো সম্পর্ক নেই। সেন্সর বোর্ড সুপ্রিম কোর্ট নয়। তবে এ সিনেমা  ধর্মের ওপর আক্রমণ করে, যা চোখের সামনে মেনে নেওয়া যায় না?”

মুকেশ আরও বলেন, “সেন্সর বোর্ডের কাজ হলো ছবি যেন কারও অনুভূতি ও বিশ্বাসে আঘাত না পায়, তা নিশ্চিত করা। সেন্সর অবশ্যই এমন ছবি পাস করবে না যা যুবসমাজকে বিভ্রান্ত করে বা প্ররোচিত করে। ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক পোশাক কি তারা দেখতে পায়নি?”

এই গান তরুণদের মনকে বিভ্রান্ত করতে পারে, বিপথে নিতে পারে। সেই সঙ্গে অভিনেতা মুকেশ এ-ও মনে করেন ভারত এখনো স্পেন বা সুইডেন বা এমন একটি দেশ নয় যে সবকিছুতেই অনুমোদন দেবে।

মুকেশের পাশাপাশি অনেক অভিনয়শিল্পী ও রাজনৈতিক ব্যক্তিত্বই ‘পাঠান’ সিনেমা ‘অশ্লীল’বলে এর বিরোধিতা করেছেন। নেটিজেনদের দাবি, এমন অশ্লীল ছবি ভারতে কিছুতেই চলতে দেওয়া যাবে না।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Link copied!