• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আজ মিমের জন্মদিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩, ১২:৫৯ পিএম
আজ মিমের জন্মদিন
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের আজ জন্মদিন। সুন্দরী প্রতিযোগিতা দিয়ে পথ চলা শুরু হলেও সৌন্দর্য আর অভিনয় দক্ষতায় জিতেছেন দর্শকদের মন। গ্ল্যামারাস এই অভিনেত্রীর জন্মদিনে সংবাদ প্রকাশের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা।

১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন বিদ্যা সিনহা মিম। তার বাবার নাম বীরেন্দ্রনাথ সাহা, মায়ের নাম ছবি সাহা। বাবার চাকরি সূত্রে ভোলা ও কুমিল্লায় মিমের অনেকটা সময় কেটেছে।

কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন মিম। এরপর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে তিনি ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

শোবিজে আসার ক্ষেত্রে পরিবারের ইতিবাচক সাড়া মিমকে আত্মবিশ্বাসী করে তোলে। ২০০৭ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ের মুকুট লাভ করলে তাঁর জন্য শোবিজের দরজা খুলে যায়। ফলে সুযোগ পেয়ে জান মূল ধারার চলচ্চিত্রে। ওই একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়। এই ছবিতে দর্শক তাঁকে বেশ ভালোভাবে গ্রহণ করে। তখনো পর্যন্ত তিনি ছোট পর্দার কোনো কাজে হাত দেননি। ২০০৯ সালের দিকে তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় ছবি ‘আমার প্রাণের প্রিয়া’ মুক্তি পায়। এই ছবিতেও তিনি প্রশংসা কুড়ান। এরপর নিয়মিত বিরতিতে ‘জোনাকির আলো’, ‘তারকাঁটা’, ‘পদ্ম পাতার জল’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেন।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’ এর মাধ্যমে ওপার বাংলায় পৌঁছে জান মিম। কলকাতার মূল ধারার নির্মাতা রাজা চন্দ’র পরিচালনায় ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে।

এরপর বিদ্যা সিনহা মিমকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চলচ্চিত্র এবং নাটক দুই ভুবনে নিয়মিত অভিনয় করে গেছেন তিনি। তার অভিনীত সিনেমাগুলো হচ্ছে- ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকির আলো’, ‘তারকাঁটা’, ‘পদ্ম পাতার জল’, ‘ব্ল্যাক’, ‘সুইটহার্ট’, ‘আমি তোমার হতে চাই’, ‘ভালোবাসা এমনই হয়’, ‘পাষাণ’, ‘দুলাভাই জিন্দাবাদ’ ও ‘সুলতান- দ্য সেভিয়র’ ‘পরাণ’ ইত্যাদি।

২০১৬ সালে ‘জোনাকির আলো’ সিনেমার জন্য বিদ্যা সিনহা মিম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। এছাড়া তিনি ‘দাগ হৃদয়ে’ সিনেমার জন্য ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি পুরস্কার লাভ করেছেন। বাংলা সাহিত্যে স্নাতক সম্পন্ন করা এই অভিনেত্রীর লেখালেখির প্রতিভার বিচ্ছুরণও ঘটেছে। এ পর্যন্ত তার লেখা ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’ ও পূর্ণতা শিরোনামে দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে।

Link copied!