• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বন্ধু সংসারিক হোক : শাহরুখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ০৪:১০ পিএম
বন্ধু সংসারিক হোক : শাহরুখ

সেই নব্বই দশক থেকে বন্ধুত্ব শাহরুখ ও সালমানের। কখনও কখনও দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য হলেও বন্ধুত্ব থেকে কখনও সরেননি এই দুই খান। একে অপরকে পাশে পেয়েছেন তাদের কঠিন সময়ে। তবে দুজনেই চারিত্রিক দিক থেকে একেবারে বিপরীত। শাহরুখ ২৬ বছর বয়সেই সংসারি হয়ে যান; এদিকে ৫৮ বছরে পা দিয়েও আইবুড়ো রয়ে গেলেন সালমান খান। একটা সময় ছিল, সালমান কবে বিয়ে করবেন, তা নিয়ে বারবার প্রশ্ন করেছে মিডিয়া। তবে এখন সেই উত্তেজনা স্তিমিত।

সবার কাছে ভাইজানের বার্তা স্পষ্ট— যখন হওয়ার তখন ঠিকই হবে। তবে সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠানে এসে সালমান বলেন, ‘সম্পর্কগুলো ভাঙার জন্য এখন নিজেকেই দায়ী বলে মনে হয়।’ সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফের মতো অভিনেত্রীদের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়ায়। তবে কোথাও থিতু হননি সালমান। তাই সালমানের ঘটকালির দায়িত্ব কাঁধে তুলে নেন শাহরুখ।

বন্ধু সংসারি হোক, চেয়েছিলেন শাহরুখ। তাই মুম্বাইয়ের এক নামকরা অভিনেত্রীর কাছে নাকি সালমানের জন্য প্রস্তাব রাখেন বাদশা। তবে তা বাস্তবায়িত হয়নি। সালমানের সঙ্গে ঐশ্বরিয়ার প্রেম তার জীবনের অন্যতম চর্চিত অধ্যায়। তাদের প্রেমের থেকে বেশি প্রচারের আলোয় আসে তাদের বিচ্ছেদ পর্ব। তবে এ ঘটনা প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের একাংশের ধারণা, ওই অভিনেত্রী ঐশ্বরিয়া।

কারণে বলিপাড়ার গুঞ্জন বলছে, শাহরুখের বাড়িতে নাকি একবার মাকে নিয়ে গিয়েছিলেন ঐশ্বরিয়া। যদিও এর সত্যতা নিয়ে সন্দিহান অনেকেই। এ মুহূর্তে ঘোরতর সংসারি ঐশ্বর্য। স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে নিয়ে সংসার তার। অন্যদিকে ইউলিয়া ভন্তুর নামের এক বিদেশিনী মডেলের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে সালমানের; কিন্তু ইউলিয়াকে ‘বন্ধুর’ তকমাই দিয়ে এসেছেন ভাইজান। ‘পদোন্নতি’ ঘটাননি।

Link copied!