• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

হ্যামিলটন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি সিনেমা ‘নট আ ফিকশন’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৫:৫৪ পিএম
হ্যামিলটন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি সিনেমা ‘নট আ ফিকশন’
হ্যামিলটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নট আ ফিকশন’। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার একমাত্র সিনেমা হিসেবে আসন্ন ১৮তম হ্যামিলটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নট আ ফিকশন’। সিনেমাটি ওয়ান টেক শটে নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু।

এক বিবৃতিতে সিনেমাটির নির্মাতা সিজু জানান, উৎসবের মূল প্রতিযোগিতায় ৭টি দেশের সিনেমার সাথে ‘বেস্ট ইন্টারন্যাশনাল শর্টস’ বিভাগে লড়ার পাশাপাশি কানাডিয়ান ফিল্ম মার্কেটেও অংশ নেবে প্রায় সোয়া চার মিনিটের এই সিনেমাটি। উৎসবের ৩য় দিন (২৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘নট আ ফিকশন’-এর। যেখানে পরিচালক-প্রযোজকসহ সিনেমার কলাকুশলীদেরকে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।  

জানা গেছে, উৎসটি কানাডার অন্টারিওতে আগামী ২১ থেকে ২৯ অক্টোবর চলবে। উৎসবে তিনি ছাড়াও অংশ নেয়ার কথা রয়েছে সহ-প্রযোজক সাদিয়া খালিদ রীতির। ১০০ ডলারেরও কম খরচে সিনেমাটি নির্মিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নির্মাতা সিজু জানান, ২০২০ সালের ১৭ জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সহায়তায় শুটিং করেছেন তিনি।

Link copied!