বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করে সংসারী হয়েছেন অনেক আগেই। বিয়ের পর থেকেই সিনেমায় অনেকটা অনিয়মিত হয়ে পড়েন তিনি। এবার জানা গেল, নিজেকে আরও গুটিয়ে নিতে চলেছেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
আনুশকা জানিয়েছে, এই মুহূর্তে একমাত্র মেয়ে ভামিকাকে সময় দেওয়া প্রয়োজন। যদিও বাবা হিসেবে বিরাট অত্যন্ত দায়িত্বশীল। কিন্তু মেয়ে নাকি মাকে ছাড়া থাকতে চায় না।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ৭৬তম কান চলচ্চিত্র উৎসব থেকেই সিনেমা থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান আনুশকা। তবে বছরে একটা করে সিনেমা করবেন বলেও জানান তিনি।
জানা গেছে, মেয়ে ভামিকার নিরাপত্তা বজায় রাখা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু হোক, এমনটা চাচ্ছেন না বিরাট- আনুশকা। তাই মেয়ের সঙ্গে ছবি তুলতে আপত্তি জানান এই তারকা দম্পতি।
মা হওয়ার পর আনুশকার প্রথম ছবি হিসেবে মুক্তি পাবে ‘চাকদহ এক্সপ্রেস’। এই ছবিতে ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে তাকে।