স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। কলকাতার পরিচালক রাজীব বিশ্বাসের ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামের সিনেমায় দেখা যাবে তাকে।
‘অপারেশন জ্যাকপট’ সিনেমা প্রসঙ্গে অমিত হাসান বলেন, “দীর্ঘ অভিনয় জীবনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এটি আমার দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে। তবে এটি সত্যিকারের ঘটনা নিয়ে তৈরি মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র। এ কারণে উচ্ছ্বাসটা একটু বেশিই।”
মুক্তিযোদ্ধার সিনেমায় যুক্ত হওয়া নিয়ে নিজের অনুভূতি জানিয়ে অমিত হাসান আরও বলেন, “চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই এম এ জি ওসমানীর জীবন সম্পর্কে এখন নানাভাবে জানার চেষ্টা করছি। আগে হয়তো জেনারেল ওসমানীর নাম শুনেছি, এটুকুই ছিল। কিন্তু নিজেই যেহেতু সেই চরিত্র পর্দায় উপস্থাপন করতে যাচ্ছি, তাকে তো ভালোভাবে জানতে হবে। তার কিছু ভিডিও পেয়েছি, সেসব দেখছি। তিনি কীভাবে হাঁটাচলা করতেন, কথা বলতেন, এসব বোঝার চেষ্টা করছি। এরপর অভিনয়ের বিষয় তো সংলাপের ওপর, পরিচালকের সাথে পরামর্শ করে ঠিক করে নেবো। একজন অভিনয়শিল্পী হিসেবে এ রকম একটি চরিত্রে অভিনয় করতে পারাটা ভাগ্যের ব্যাপার মনে করছি।”
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশনের নাম অপারেশন জ্যাকপট। গৌরবময় এই অপারেশন নিয়ে দীর্ঘদিন নাটকীয়তার পর অবশেষে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং।
ইতোমধ্যে এই সিনেমা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাপ্পী চৌধুরী, সাঞ্জু জন, জয় চৌধুরীসহ অনেকে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও ওপার বাংলার স্বস্তিকা ব্যানার্জি, সায়ন্তিকা ব্যানার্জির মতো অভিনেত্রীরা যুক্ত হয়েছেন সিনেমাটির সঙ্গে। সব ঠিক থাকলে ২০২৪ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।


































