বাগদান সম্পন্ন হলো জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশীর। রোববার (২ এপ্রিল) রাতে পারিবারিক আয়োজনে আংটিবদল হয় তার। আংটি বদলের সেই ছবি ফেসবুকে ঐশী নিজেই শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বারাকাল্লাহু ফিকুম’।
ঐশীর হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে চাকরি করছেন একটি ওষুধ কোম্পানিতে। পাশাপাশি তিনি অভিনয় ও মডেলিংও করেন।

ঐশীর মা নাসিমা মান্নান গণমাধ্যমকে বলেন, “ঐশী ও জিলানির পরিচয় আড়াই বছরের। দুজন দুজনার পছন্দ ছিল। হুট করে রোববার রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করব। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই। ঈদের পর ওদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।”
গায়িকা পরিচয়ের বাইরে ঐশী একজন চিকিৎসক। ২০২১ সালে ঢাকার শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি এমবিবিএস পাস করেন। এখন বেসরকারি ওই হাসপাতালেই সিসিইউর মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন তিনি।





































