• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রিয়দর্শিনী মৌসুমীর ৫২তম জন্মদিন আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৯:২৬ এএম
প্রিয়দর্শিনী মৌসুমীর ৫২তম জন্মদিন আজ

বাংলাদেশের জনপ্রিয় ও নন্দিত চলচ্চিত্র তারকা প্রিয়দর্শিনী মৌসুমী আজ ৫২ বছরে পা রাখলেন। এবারের জন্মদিনও তিনি কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে—মা, মেয়ে ও বোনদের সঙ্গে। ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কে পাড়ি জমানোর পর থেকে এখনো দেশে ফেরেননি তিনি।

জন্মদিন প্রসঙ্গে মৌসুমী বলেন, “এইবারের জন্মদিন নিয়ে কোনো বিশেষ আয়োজন রাখিনি। আমার মেয়ে ফাইজা খুব চেয়েছে আমি যেন ঘরেই থাকি, শুধুই তার সঙ্গ দিই। তাই ফাইজাকেই সময় দিতে চাই। হয়তো সুযোগ হলে ওকে নিয়ে আশেপাশে একটু বেড়িয়ে পড়ব। নিজের হাতে রান্না করব, একটা কেকও বানাবো। মা আর খালামনি (স্নিগ্ধা) আছেন—ওদের নিয়েই দিনটা কাটাবো। তবে সানী আর ফারদিনকে খুব মিস করব। তারা পাশে থাকলে দিনটা নিশ্চয় আরও আনন্দময় হতো। সবাই আমার ও পরিবারের জন্য দোয়া করবেন।”

দেশে ফেরার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি জানান, “যখন সময় ও পরিস্থিতি অনুকূলে আসবে, তখনই দেশে ফিরব।”

১৯৯৩ সালের ২৫ মার্চ প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে রেশমী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মৌসুমী। এতে তাঁর বিপরীতে ছিলেন চিরঅমর নায়ক সালমান শাহ।

মৌসুমীর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমা হলো—মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘ভাঙ্গন’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’ এবং ‘মাতৃত্ব’ খ্যাত জাহিদ হোসেনের ‘সোনার চর’। এরপর থেকে নতুন কোনো চলচ্চিত্রে তাঁকে দেখা যায়নি।

Link copied!