রাজধানী ঢাকার মঞ্চে শুক্রবার ১৫ নভেম্বর গাইবেন নগরবাউল খ্যাত সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। ঢাকার সেনানিবাসের ভেতরে সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে কনসার্টটি। বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে নগরবাউলের ভেরিফায়েড একাউন্টে এক পোস্টে জেমস লিখেছেন, ‘আমার প্রাণের শহর ঢাকা, ভালোবাসা নিও। দেখা হবে ১৫ নভেম্বর।’
জেমস ছাড়াও একইমঞ্চে গাইবেন আরও তিনটি দল। সেগুলো হলো ‘আর্ক’, ‘মাইলস’ ও ‘দলছুট’। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ‘ঢাকা রেট্রো’ নামে একটি কনসার্টে অংশ নেবে দলগুলো।
কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে দলছুট ব্যান্ডের দলপ্রধান সংগীতশিল্পী বাপ্পা মজুমদার বলেন, ‘অনুষ্ঠানটি গত মাসেই হবার কথা ছিল। কিন্তু পিছিয়ে গেছে। আশার কথা হলো অনুষ্ঠানটি আবারও হচ্ছে। শ্রোতাদের গান শোনানোর সুযোগ পেয়েছি আমরা। আশা করি সবার অংশগ্রহনে ভালো একটা শো হবে।’
কনসার্টটি গত ১৮ অক্টোবর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় হওয়ার কথা ছিল। কিন্তু সেটি স্থগিত হয়। এ প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, দর্শকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
জানা গেছে, কনসার্টে আইয়ুব বাচ্চুর স্মরণে থাকবে একটি ট্রিবিউট পরিবেশনা। যেখানে ওয়ারফেজের মিজান, ডি রকস্টার শুভ, এলআরবি ব্যান্ডের পুরাতন দুজন অংশ নেবেন। বিকাল তিনটায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
































