• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

হাসপাতালে ভর্তি, বৃহস্পতিবার মা হচ্ছেন নুসরাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ১১:১৮ এএম
হাসপাতালে ভর্তি, বৃহস্পতিবার মা হচ্ছেন নুসরাত

সেপ্টেম্বরে মা হওয়ার কথা ছিল টলিউড তারকা নুসরাত জাহানের। কিন্তু এক মাস এগিয়ে এসেছে সময়। কিছুদিন আগে জানা গিয়েছিল, আগস্টেই সন্তানের জন্ম দিতে যাচ্ছেন তিনি।

সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরাত। সঙ্গে আছেন তার বর্তমান জীবনসঙ্গী অভিনেতা যশ দাশগুপ্ত। সন্তান জন্মানোর সময় যশ দাশগুপ্তকে তার পাশে থাকতে বলেছিলেন চিকিৎসকরা। সে কারণে বুধবার যশই সঙ্গে করে হাসপাতালে নিয়ে গেছেন নুসরাতকে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার পৃথিবীর আলো দেখবে নুসরাত-যশের সন্তান। তবে এখনো নুসরাত প্রকাশ করেননি এ সন্তানের বাবা কে। যদিও কারোই জানতে বাকি নেই যে, অনাগত সন্তানের বাবা আর কেউ নন, যশ দাশগুপ্তই। এই অভিনেতার সঙ্গেই এক বছর ধরে লিভ-ইন সম্পর্কে রয়েছে নুসরাত। তারা গোপনে বিয়ে করেছেন বলেও গুঞ্জন রয়েছে।

নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ হতেই বিবৃতি দেন নায়িকার স্বামী নিখিল জৈন। তিনি দাবি করেন, এ সন্তানের বাবা তিনি নন। কারণ, প্রায় দেড় বছর ধরে তিনি ও নুসরাত আলাদা থাকছেন। তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সবাই ধরেই নিয়েছেন, নায়িকার সন্তানের বাবা যশই।

Link copied!