• ঢাকা
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২, ৩০ রবিউস সানি ১৪৪৭

ছেলের মাদক-কাণ্ডে শাহরুখের বাসায় এনসিবির অভিযান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০১:৫৫ পিএম
ছেলের মাদক-কাণ্ডে শাহরুখের বাসায় এনসিবির অভিযান

মাদক-কাণ্ডে আরিয়ান খানের গ্রেপ্তারের পর আভাস মিলেছিল, বান্দ্রায় অবস্থিত কিং খানের প্রাসাদোপম বাংলো ‘মান্নাত’-এ তল্লাশি চালাতে পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)। আর এই সার্চ অপারেশনের জন্য এক বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানা গিয়েছিল।

আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের আর্থার রোডে অবস্থিত এনসিবির কারাগারে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেছেন শাহরুখ খান। দেখা করে বেরিয়ে আসার কয়েক ঘণ্টা পরেই ‘মান্নাত’-এ হানা দিয়েছেন এনসিবির কর্মকর্তারা। খবর আনন্দবাজার পত্রিকার।

এর আগে বুধবার (২০ অক্টোবর) তার তৃতীয় দফা জামিন শুনানি হয়। এদিনও তার জামিন নামঞ্জুর করেন আদালত। তাই আরও কয়েক দিন মুম্বাইয়ের আর্থার রোডে অবস্থিত মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) কারাগারেই থাকতে হবে তাকে। অপেক্ষা করতে হবে পরবর্তী জামিন শুনানির জন্য।

২ অক্টোবর গোয়াগামী একটি প্রমোদতরিতে আয়োজিত মাদক পার্টি থেকে আটক করা হয় শাহরুখপুত্র আরিয়ান খানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় তাকে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!