• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

‘বঙ্গবন্ধু’ বায়োপিক: শেষ হচ্ছে বাংলাদেশ অংশের কাজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৪:৫৪ পিএম
‘বঙ্গবন্ধু’ বায়োপিক: শেষ হচ্ছে বাংলাদেশ অংশের কাজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মভিত্তিক সিনেমা ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন শ্যাম বেনেগাল। গত গত ২১ নভেম্বর থেকে ঢাকা ও আশপাশের এলাকায় শুরু হয় সিনেমাটির শুটিং। আজ বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া এবং সাভার এলাকায় শুটিংয়ের মাধ্যমে শেষ হচ্ছে বাংলাদেশ অংশের কাজ।

এরপর ভারতের মুম্বাইতে আর ৭-৮ দিন কাজ করে শেষ হবে পুরো সিনেমার শুটিং। এমনটাই জানিয়েছেন এই বায়োপিকের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহম্মাদ হোসেন জেমী।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ও রেজিস্ট্রার ভবন এলাকায় শুটিংয়ের মাধ্যমে চলচ্চিত্রটির বাংলাদেশ অংশের দৃশ্যধারণ শুরু হয়। ঢাকা কলেজ মাঠে নির্মাণ করা হয় ৭ মার্চের ভাষণের সেট। সেখানে অভিনেতা আরিফিন শুভসহ অনেকেই অংশ নেন।

মোহাম্মদ হোসেন জেমী জানান, গত মাসের মাঝমাঝিতে চলচ্চিত্রটির পরিচালক শ্যাম বেনেগাল ঢাকায় আসেন। তারপরই শুটিং শুরু করেন।

জানা গেছে, বাংলাদেশ অংশের শুটিংয়ের জন্য ভারত থেকে ১০৭ জন ক্রু এসেছিলেন। ১৫ জনের বেশি আর্টিস্ট এসেছিলেন। তারা অবশ্য আসা-যাওয়ার মধ্যে ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় সিনেমার অর্ধেকের বেশি দৃশ্যধারণ করা হয়েছে। বাকি কিছু অংশের শুটিং করা হচ্ছে বাংলাদেশে।

Link copied!