• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

পানামা পেপারস কেলেঙ্কারিতে ফেঁসে যেতে পারেন ঐশ্বরিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ১২:৪২ পিএম
পানামা পেপারস কেলেঙ্কারিতে ফেঁসে যেতে পারেন ঐশ্বরিয়া

এবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন৷ পানামা পেপারস মামলার তদন্তে বচ্চনবধূকে সমন পাঠাল ইডি। আজ সোমবার ইডির দপ্তরে হাজিরা দিতে পারেন সাবেক বিশ্বসুন্দরী৷

বিশেষ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিদেশে ঐশ্বরিয়া রাই বচ্চনের বিপুল পরিমাণ সম্পত্তির উৎস জানতে তাকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির আধিকারিকরা ৷ এর আগেও দুবার তলব করা হয়েছিল ঐশ্বরিয়াকে ৷ তবে তিনি হাজিরা দেওয়ার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার থেকে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন।

বিশ্বজুড়ে নানা বিশিষ্ট ব্যক্তিত্ব ও কর্পোরেট হাউসের প্রতারণা ও করফাঁকিসংক্রান্ত নথি ফাঁস হয়ে গিয়েছিল পানামা পেপারে৷ ফাঁস হওয়া নথি আসলে একটি জার্মান সংবাদপত্রের ছিল বলে জানা গিয়েছে৷ এর মধ্যে অন্তত ১২০০ নথির সঙ্গে জড়িয়েছিল ভারতীয়দের নাম৷ ২০১৬ সালের পানামা পেপারস নথি ফাঁসে নাম জড়ায় ৫০০ জন ভারতীয়র। সেই তালিকায় ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম৷ ছিল তার শ্বশুর তথা বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের নামও ৷

এর আগে জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেন যে, পানামা পেপারস মামলা থেকে সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম তুলে নেওয়ার জন্য শাহবাজ শরিফ নাকি ইমরানকে এক হাজার কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিলেন৷ নওয়াজের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট৷ প্রধানমন্ত্রিত্ব খোয়াতে হয় শরিফকে৷ দুবছর পর ফের ফাঁস হয় পানামা পেপারসের নথি ৷

Link copied!