• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

নতুন বন্ড মুভির প্রিমিয়ারে আলো ছড়ালেন তারকারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৯:২৭ পিএম
নতুন বন্ড মুভির প্রিমিয়ারে আলো ছড়ালেন তারকারা

২০২০ সালের নভেম্বরে মুক্তির কথা থাকলেও কয়েক দফা পিছিয়ে এক বছরের বেশি সময় পর যুক্তি পাচ্ছে জেমস বন্ড সিরিজের নতুন পর্ব নো টাইম টু ডাই।

জেমস বন্ডের ২৫তম ও বন্ড চরিত্রে হলিউড তারকা ড্যানিয়েল ক্রেইগের শেষ চলচ্চিত্রের প্রথম স্ক্রিনিং হইয়েছে লন্ডনে। রয়্যাল অ্যালবার্ট হলের প্রিমিয়ারে যোগ দেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য থেকে শুরু করে নামীদামী মডেল, সঙ্গীত তারকা, অভিনেতা আর ফুটবল তারকারাও।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের ছবিতে উঠে এসেছে নো টাইম টু ডাইয়ের প্রিমিয়ারের বিশেষ কিছু মুহূর্ত।

প্রধান তিন চরিত্রে অভিনয় করা লাশানা লিঞ্চ, ড্যানিয়েল ক্রেইগ ও লিয়া সিডক্স
ব্রিটিশ যুবরাজ চার্লসও যোগ দেন প্রিমিয়ারে
ইংলিশ ফুটবল তারকা হ্যারি কেইন ও তার বান্ধবী 
রাজ পরিবারের বাকি সদস্যরা
বন্ড গার্ল লিয়া
লাল গালিচায় লাশানা
সন্তানদের সঙ্গে নিয়ে এসেছিলেন আকুয়াম্যান খ্যাত জেসন মামোয়া  
খল চরিত্রে রামি মালিকও আছেন
শেষবারের মত জেমস বন্ড হচ্ছেন ড্যানিয়েল ক্রেইগ

 

Link copied!